মুখোমুখি একদিন
-সীমা চক্রবর্তী
বৃষ্টি ভেজা শ্রাবণ ছিল তখন, প্রথম দেখার দিন
তারপর ধুয়ে গেছে কত অযুত কাল
ক্রমে ভেঙেছে স্বপ্ন, অলস দিন…
বদলে গেছে দিন যাপনের অভিমুখ
তবু আজও মুখোমুখি আমরা দুজন
পুরনো কথার রেশে সেই একই দুঃখসুখ।
যদিও ঠোঁটের উপর বসে মৌন কালো রাত
আবার শপথ বাক্যের নেই প্রতিশ্রুতি
নেই সেদিনের মতো মরশুমি বর্ষার ধারাপাত।
অপ্রেমে… দুজনে মুখোমুখি, না বলা কথার ভিড়ে
এক কাপ উষ্ণ চা’এর জোয়ারে,
এ যেনো পরস্পরের অলিখিত চুক্তি,
বিগত সাত জন্মের শেষে
অপাংক্তেয় জীবন খোঁজার ছলে, জীবনের রঙ্গমঞ্চে
অচেনা টানে মিশে আছি বিহ্বল আবেশে।
মনে মনে সাজিয়ে চলেছি কতকথা,
কত গল্প, মান অভিমান, কত গোপন ব্যথা
বুকের অতলান্তে বন্দী, যেন কয়েদখানা
ভাবি, প্রেম কি হয় শুধুই একপেশে…?
না আরও কিছু আছে জীবনের শেষে….
প্রমিত কথারা অনুচ্চারিত অলস ঠোঁটের ফাঁকে
ভুলবোঝাবুঝির মস্ত ঢেউয়ে ভিজে চুপকথার ডানা…..
মুখোমুখি…. তবু চোখ সুদূর
মনের খবর কে আর রাখে,
কেই’বা ভাঙে তার নিভৃত যাপন,
গম-রঙা আলো যেন দুজনের মাঝে টানা,
আজও রয়ে গেছে তোমাকে তেমন করে জানা….. !!!