এঁকে চলেছে
–সুমিত মোদক
জীবনের কোনও ছবি হয় না ;
সব ছবি মৃত্যুর …
একা এক নির্জন দুপুরে একের পর এক
ছবি এঁকে চলেছে শিল্পী ,
ঈশ্বর ;
ঈশ্বরের কোনও নাম হয় কি !
হয়তো হয় !
জানা নেই ;
সকাল থেকে দুপুর ,
দুপুর থেকে রাত , গভীর রাত …
একটু একটু করে হৃদয়টা মেলে ধরে
প্রেমের জন্য পাগল হয়ে গেছে শিল্পী ;
শিল্প তখন গোপন প্রেমিকা এক ;
যদিও নদীর জলে ভেসে যায়
জলজ অভিমান ;
তবুও মনে পড়ে সে দিনের সেই ওড়নার
না বলা কথা গুলো ;
আদিবাসী রমণী জানে কি ভাবে
কুড়িয়ে আনতে হয় রাঙা পলাশ ,
দুপুরের রোদ্দুর ;
আর তখনই খ্যাপা বাউল গান ধরে ;
সুর উঠে জীবনের .…
ঈশ্বরের সঙ্গে প্রতি দিন দেখে হয় ,
কথা হয় ,
মৃত্যুর কথা , আত্মশুদ্ধির কথা …
অথচ , জানা হয়নি নাম ;
চিতাকাঠ বাষ্প হয়ে উড়ে যায়
মহাশূন্যের দিকে ;
মহাকালের কাছে …
সেখানে মেঘ হয় না ;
হয় না জল কণা ;
অথচ , শিল্পী সেখানে খুঁজে নিতে চায়
জলের স্মৃতি কথা ,
জীবনের ধারাপাত ;
একটা একটা করে ছবি টাঙিয়ে রাখছে
গোটা এক আকাশ পথে ।