Site icon আলাপী মন

কবিতা- বন্ধ্যা জীবন

বন্ধ্যা জীবন
প্রদীপ শর্ম্মা সরকার

 

 

আমি তো নই কোন দ্যুতি,
অথবা গাঢ় অন্ধকারে জ্বলে ওঠা সাদা অন্ধের যষ্টি–
আমি তো নই কোন কবিতার প্রচ্ছন্ন সারমর্ম,
গোধূলির মত কণে দেখা আলো,
ফুটিফাটা প্রান্তরে একমাত্র নবজাতক অঙ্কুর–

––তবে কেন আমার কণ্ঠে ভৈরবীর আশ্রয়!
আমার হাতে কেন ঊষাগন্ধী নরম আলো আঁকার তুলি!
আমার পায়ে কেন প্রকৃতির রহস্য উন্মোচনের গুরু দায়!

আসলে আমি অসময়ে বানপ্রস্থের অভিশাপ মাথায় নিয়ে
জুবুথুবু প্রাকসন্ন্যাস অসমর্থ জীবন সৈনিক –
আমার কাছে জীবন-মৃত্যু একই অর্থ বহন করে।
প্রাঞ্জল ভোর,অনিবার প্রেম,সুরাবহ অমৃত বাণী
এখন আর আমার দরজায় অতিথি হ’য়ে আসে না–

এখন আমি রোজ সন্ধ্যা থেকে চাঁদের মধ্যযাম পর্যন্ত
ভালোবাসা ভিক্ষা করি,
ঘৃণা আর হতাশা ফেরি করি–
শেষ কবে হেসেছিলাম মনে পড়ে না,
শেষ কবিতা ও শেষ গান আজ বিস্মৃতির অতলে।

Exit mobile version