Site icon আলাপী মন

কবিতা- ‘আমি কি সত্যি ই ব্যস্ত?’

‘আমি কি সত্যি ই ব্যস্ত?’
শ্রী শুক্রাচার্য্য

ব্যস্ততা কাকে বলে জানিনা
তাই ব্যস্ত থাকি না…
সময় ব্যস্ত নাকি ঘড়ির কাঁটায়
ব্যস্ততা লুকিয়ে ?
পথচলা পথিকের ব্যস্ততা চোখে
মুখে বোঝা যায় বেশ ভয়ে…
ঘেমে নেয়ে একাকার !
সাইকেলে একক ব্যস্ততা, রিক্সায়
ব্যস্ততা এঁকিয়ে বেঁকিয়ে।
চলন্ত বাসে ব্যস্ততা দেখি, ঠেলাঠেলি
চেঁচামেচি প্যাঁ-পুঁ দিনরাত…
চলন্ত ট্রেনে ব্যস্ততার চেয়ে কম
মনে হয় !
রেললাইন থেকে প্ল্যাটফর্ম ওঠা,
দাদা ধরবেন হাত ?…
ফোনে রিংটোন বেজে ওঠে,
অফলাইনে বার্তায় স্তম্ভ ;
বেজায় চটেছেন শুনে গম্ভীর মুখে,
ব্যস্ত অকেজো গোলাম…
পথে ঘাটে বক্তৃতায় ব্যস্ত বেকার
সংসার ব্যস্ত নাটকের দুই দিন।
অভিনয়ে ব্যস্ত পাগলের দল,
আমি ব্যস্ততায় ধাক্কা দিয়ে
ষ্টেশনে, মূল্যবান শব্দে
গালাগালি খেলাম…
ভারী মজার ব্যস্ত এই পৃথিবী
ব্যস্ত প্রকৃতি শেখায়,
তবুও তার কাজের ফাঁকে,
বাপ মা ব্যস্ত জন্মের পর থেকে…
ভাই বোন ব্যস্ত কথা দেওয়া
প্রিয়জনে,পরিজন ব্যস্ত
সমালোচনার মনে,
বন্ধু আত্মীয় ব্যস্ত সবাই
বোকা বাক্স দেখে…
ব্যস্ত স্ত্রী সংসার বাপের বাড়ি
সমালোচনায় ব্যস্ত ননদ আর শাশুড়ি,
ব্যস্ত স্বামী কাজের ক্লান্তিতে
বান্ধবী খোঁজে যৌন সুখ পেতে…
ব্যস্ত বান্ধবী ভাগাড়ে তাকিয়ে
কখন মরা পড়ে কথা বলে বাঁকিয়ে,
কখনো ব্যস্ত পাড়ার আড্ডায়
বাড়ির ছোটরা,
নিত্য রাতে বেশ মদে মেতে…
ব্যস্ত ব্যবসায়ী টাকার পেছনে ছুটে
বৃদ্ধকালে বন্দী বাড়িতে
সব গেছে লুটে, সময় কেড়ে নিয়েছে
যত ব্যস্ততা…
ব্যস্ত জন্ম ব্যস্ত মৃত্যু ব্যস্ত কর্মে
ডুবে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা,
ব্যস্ত ভগবান ব্যস্ত পূজারী
ব্যস্ততায় শোনা গেল ধর্মের কথা…
ব্যস্ত শ্বশ্মানে ব্যস্ত ডোমের অপেক্ষায়
দাঁড়িয়ে, ব্যস্ত থামানো নিথর দেহ,
ব্যস্ত বিদ্যুৎ ব্যস্ত আপনজন
ব্যস্ততায় দুঃখ করে…
তবুও ব্যস্ত থাকে আগামীর পৃথিবী,
ব্যস্ত নদীর জল, ব্যস্ত সবাই ;
ব্যস্ত তুমি ! ভাবনায় ব্যস্ততা নেই শুধু !
তাই কবিতার ছন্দে ভরে…

Exit mobile version