স্বর্গের চেয়ে বড়
– সুনির্মল বসু
যখন আমি থাকবো না, এই পৃথিবী একই রকম সুন্দর থেকে যাবে, এই গাছপালা এই রোদ্দুর এই নদী এই আকাশ, শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত, একই রকম থেকে যাবে,
চন্দ্র সূর্য আলো দেবে, মা শিশুকে কোলে তুলে নেবেন, প্রেম ভালোবাসা ইত্যাদি একই রকম থাকবে,
এই পথঘাট, চেনা মানুষেরা, এই মায়াটান, একই রকম থাকবে,
দেবদারু বনে গভীর রাতে হিম শীতল বাতাস বয়ে যাবে,
বিলের জলে ফুটে থাকবে শাপলা শালুক, পদ্ম দীঘিতে ফুটে থাকবে পদ্মশালুক,
গঙ্গাফড়িং ঝিলের উপর দিয়ে উড়ে যাবে,
স্নেহ প্রীতি থাকবে, ভুবন জুড়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক থাকবে,
শুধু আমি থাকবো না,
শূন্যতা বলে কোনো কথা হয় না, তবু এখানে বেঁচে থাকতে বড় ইচ্ছে হয়,
অনেক পরাজয় আছে, কিছু তিক্ততা রয়ে গেল জীবনে,
কিন্তু না পাওয়ার বেদনার চেয়ে প্রাপ্তি এত বেশি,
সে কথা ভাবলে অনেকদিন বেঁচে থাকবার বাসনা হয়,
চলে যাবার সময় অনেক মধুর স্মৃতি যেন সঙ্গে নিয়ে যেতে পারি, সবুজের মাঝে জন্মেছিলাম, আমার একমুঠো সবুজ চাই, এক মুঠো আকাশের নীল চাই,
প্রিয় মুখগুলোর ছবি চোখের সামনে চাই,
যাবার সময় হলে এইসব স্মৃতি গুলো মনের গোপন দেরাজে বন্ধ করে নিয়ে যেতে চাই,
বলে যেতে চাই, পৃথিবীর বাইরে স্বর্গ থাকতে পারে,
আমার কাছে পৃথিবীটা স্বর্গের চেয়েও বেশি কিছু ছিল।