কবিতা

কবিতা- কবিতায় নন্দিনী

কবিতায় নন্দিনী
-সুনির্মল বসু

 

 

জানি নন্দিনী আমি তোমার একমাত্র প্রেমিক নই,
তবু আমি তোমাতে একমাত্র নিবেদিত প্রাণ,
তোমাকেই ভালোবাসার কথা কই,
সেই যে তুমি আমাকে খারিজ করে চলে গেলে
অন্য প্রেমিকের হাত ধরলে,

আমার প্রেমের ভাষামুখ তখন সদর অলিন্দ ছাড়িয়ে
মোহনা পেরিয়ে খাড়িমুখ অতিক্রম করে
দূর বন্দরে পথ হারিয়েছে,
নন্দিনী, বলো তুমি, আমি কি একা একা দিক শূন্যপুরের দিকে চলে যাবো,

যদি যাই, সেখানে কি তোমাকে খুঁজে পাবো,
নাকি, তোমাকে হারাবো,
নন্দিনী, কত রাজপথ জনপথে কতদিন তোমাকে খুঁজেছি,

তুমি আমার প্রেমের ভাষা বুঝলে না,
উতরোল নদী, গম্বুজ ওয়ালা প্রাসাদ, কিংবা শহরের রাজপথ সেই ভালোবাসার কথা জানে,
সেদিন জীবনের ছিল অন্যরকম মানে,

পদ্ম পাতায় এক বিন্দু জলের মতো এই জীবন,
আমি আর তোমার জন্য কতদিন অপেক্ষা করে থাকবো,

নন্দিনী, পাশাপাশি সমান্তরাল রেল লাইনের মতো
আমাদের দুটি জীবন,
মাঝে কিসের যেন একটা অদৃশ্য দেওয়াল,
দুটি নদী যদি এক হয়, দুটি দেশ যদি এক হতে পারে,
নন্দিনী, আমরা কি এক হতে পারি না,

সেদিনের কৃষ্ণচূড়ার দিনগুলো কি অনায়াসে তুমি ভুলে গেলে,
বসন্তের দখিনা বাতাসের কাছে সেদিন কত ভালবাসার কথা ছিল,
আমার কাছে তোমার ফিরে আসার কথা ছিল নন্দিনী,

অলোকবর্ষের ওপার থেকে যেদিন ডাক আসবে,
আমি কি ততদিন তোমার জন্য অপেক্ষা করে থাকবো,

তার চেয়ে, ফিরে এসো নন্দিনী,
স্বর্ণালী সন্ধ্যায় পার্ক স্ট্রিট মোড়ে আগের মতো
তোমার আমার দেখা হোক।

Loading

Leave A Comment

You cannot copy content of this page