কবিতা- বর্ণমালা

বর্ণমালা
-তীর্থঙ্কর সুমিত

শূন্য হতে হতে বুকের বাতাস একদিন…
নিভে যাবে হাওয়ার সঙ্গে
তার থেকে বরং
দুরন্ত নদীর বুকে একটা সকাল লিখি
দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে ইচ্ছেরা
ভালোবাসার গভীরে এখন দিনলিপির ছাপ
বৃষ্টির ধারা কখনও কখনও
তোমার শাড়ির আঁচল ছুঁয়ে

আমার একতারা জুড়ে এখন লালনের বর্ণমালা।

Loading

Leave A Comment