বন্ধ দৃষ্টি’
শ্রী শুক্রাচার্য্য
পথে
চলন্ত গাড়ি থেকে আকাশ দেখেছি
দূরন্ত জীবন থেকে মানুষ দেখেছি
ঘুরন্ত পৃথিবী থেকে শিক্ষা পেয়েছি
অনন্ত আকাশে ভাবতে শিখেছি
দেহকে
সময়ের ব্যস্ততায় শ্বাস দিয়েছি
ব্যর্থতার থেকে যন্ত্রনা নিয়েছি
অবসর সময় তোমায় এনেছে
আপনার মনে আলাপী ইচ্ছে
বৈষম্য
সুন্দরী প্রকৃতির শিকারি ফুল
আমি দেখিনি সে ভাবনাটা ভুল
যদি রূপ দর্শন ছবি এঁকেছে মনে
প্রতি প্রশংসা যদি মনের কোণে
আত্ম
ইচ্ছেপ্রাণ মৃত্যুর মুক্তি চেয়েছে
সবকিছু সে এ পথে পেয়েছে
নাড়ি দেহান্তর আকাশে ডানা মেলেছে
ইন্দ্রিয় উর্দ্ধ আলোক বিন্দু জ্বেলেছে…
…