Site icon আলাপী মন

কবিতা- নীরবতা

নীরবতা
-শ্রী শুক্রাচার্য্য

 

 

নিয়ত নিশি কোনো এক আঁধারের যাত্রী
চিৎকার করে ডাকে আমার পথের প্রতি বাঁকে,সে আহ্বান হারায় আমিকে আমার…
অন্তর স্নায়ু রশি আবার ঘুমিয়ে পড়ে
মিহিরের অপলক নুর স্তব্ধ করে গতি,
আচ্ছন্ন স্বপ্নে অমানুষের মত কিছু বারবার…
মৃত্তিকার মহিমা দেহ রূপে চাহে না আত্মা, পঞ্চতত্ত্বের অসীম ক্ষমতায় নতি স্বীকার
করে সন্নিক অতৃপ্ত পিশাচের দল দিক ভ্রান্তির মায়াজালে…
তবু সে আমি পিছু ছাড়ে না নাড়ী পথে!
জীবন্ত রক্ত মাংস ছিঁড়ে খাওয়া নশ্বর জীবনের গতি, সেথায় মিলিবে জানি এ মার্গি কুন্ডলী মহাকালে…
নদী বলেছে আমিকে, নারী বলে সে, জোয়ার ভাটায় রজঃস্বলা তার মোহনায় পুরুষ মিলে,অম্বুবাচী ধরার যেমন সৃষ্টি ঋতু, অনুরূপে শুদ্ধ চরণামৃত…
পঞ্চতত্ত্বের আমিতে ভীড় ছিল, তোমাকে দেখতে পাইনি বলেছে অন্য আমি, তোমার আসা তো সাধারণ নয়, দিগন্ত মহাশূন্যেও
যে সীমিত…
শতাধিক অব্দ সেই সব প্রেত পিশাচের
দল প্রতিক্ষায় ভীত সন্ত্রস্ত, জাগরিত শয্যায় আচ্ছন্ন ভাবনায় ব্যস্ত কুন্ডলিনী মৃত প্রায়…
অগ্নির গনগনে আলোড়নে এক শীতল স্রোতস্বিনী দেয়, আমায় এক অচেনা গহীন অরণ্যের প্রাচীন নীরব দুর্নিবার অভিপ্রায়…
আমি নির্বাক স্তম্ভের মত অচেনা আমার অন্তর নিবাসী যেন জিজ্ঞাসিছে এত বেদনা পাহাড়ের কেন ? যুগ যুগ স্থিরতা
যেন ঝর্ণা ক্রন্দন তার…
গম্বুজের ধূসর তরাই যেন নয়ন যূগলের
স্বার্থ সম্পাদনে চেয়ে রয়েছে ! অনেক জিজ্ঞাসা তার, আমার অন্তর আমিকে
সেই বা কার?…
ধাবিত পাহাড়ি পথে অবচেতন পদব্রজে
আচ্ছন্ন আমার অচেনা আমি যেন
কোনো এক সঙ্গীতের স্বরে উথাল পাথাল তরঙ্গিনী প্রশ্ন করে…
নিস্পন্দ রজনীর হিমাংশু আমায় অরণ্য যাত্রাপথের ঠিকানায় পৌঁছে লয়, সেথায় তরঙ্গিনী তীরে জ্বলন্ত বিক্ষিপ্ত নরদেহ দেখ অপূর্ব ঘোরে…
এ মায়াবী অলির শর্ত যেন! ‘আমার কথা শোনো বন্ধু.. দীর্ঘ শতাব্দী ধরে তোমার অপেক্ষায় রয়েছি সৌন্দর্যের লীলাভূমি শৃঙ্গারে তুমি দেখবে বলে’…
জন্ম জন্মান্তরের সম্পর্ক, তখন তুমি ছিলে আমাদের-ই কেউ, তুমি নও তুমি ! যাও সুষুম্নায় হারিয়ে.. মনে কর! কথা দিয়ে ছিলে আসবে
বলে, আজ এলে ?…
অপরাজেয় ধ্যানে মগ্ন বৃক্ষদল সমীরণে
আমন্ত্রিত করে,সে অন্তর আমির দৃষ্টান্ত স্থাপনে চিৎকার করে ডাকে ‘কেন শুনতে পাও না তুমি…
এ অধরা স্বপনের অন্তিম শ্বাসে গগন প্রশ্নে
তখন আমিটা তৃণভূমি স্পর্শের মধুরিমা আশে , ‘এ সুন্দর বিশ্ব চাওয়া পাওয়া নিঃস্ব জন্মভূমি’…

Exit mobile version