Site icon আলাপী মন

কবিতা- পুরোনো অ্যালবামে চোখ রাখলে

পুরোনো অ্যালবামে চোখ রাখলে
সুনির্মল বসু

 

পুরোনো অ্যালবামে চোখ রাখলে
স্মৃতির বন্ধ দরোজা জানালাগুলো খুলে যায়,
হারানো অতীত কত কত পুরনো দিনের ছবি
তুলে আনে, বলে, দ্যাখো তো আমায় চিনতে পারো নাকি,

তখন সাদাকালো ছবিগুলো মায়াময় যাদুঘর হয়ে যায়,

পুরোনো অ্যালবামে চোখ রাখলে
শৈশব সঙ্গিনী অপর্নার মতো বলে ওঠে, হা করে দেখছো কি, আমি নতুন নাকি,

পুরোনো বাড়ি, ভাঙাচোরা মা বাবা, পুরোনো রাস্তা,
খেলার মাঠ, ফুলবাগান, গাছগাছালি, অরণ্য পাখি,
রোদ্দুর, জল জঙ্গল, ঝিলের ওপার, সব একাকার হয়ে যায়,

পুরোনো অ্যালবাম বড় মায়াময়, সব সময় পুরনো দিনের আবেশ ফিরিয়ে দেয়, ছবির গায়ে আলতো হাতে রাখি, চুপি চুপি কথা বলি,

সেদিনের প্রাচীন সংলাপ বিমূর্ত ছবির মতো জেগে ওঠে, ছবির কুশীলবেরা অনেকেই আজ অন্য লোকে, ভেসে যাই তখন বীতশোক সন্তাপে,

পুরনো অ্যালবামে চোখ রাখলে, সময় ফিরিয়ে দেয়
কত কথার আলো, বিচ্ছেদ বিরহ দূরে যায়,
প্রেমের আবেশ ফুটে ওঠে, জ্বেলে দেয় আলো,

সাংসারিক ফাটলগুলো মন থেকে মুছে দিয়ে
ঘরে ঘরে ছড়িয়ে দিতে পারে, মায়া-ময় আলো,
পুরনো অ্যালবামে চোখ রাখলে, সম্পর্কের মধুরতা বেড়ে যায়,

সেদিনের কথাগুলি স্মৃতি হতে হতে ইতিহাস হয়, বিরল অবসরে তারই মধ্যে জেগে ওঠে
প্রত্ন তাত্ত্বিক উপাদান,

পুরনো স্মৃতির অ্যালবামে মাঝে মাঝে হাত রাখা ভালো, সম্পর্কগুলো মজবুত হয়,
পুরোনো দিন কথা বলে ভালো।

Exit mobile version