
কবিতা- বৃষ্টি
বৃষ্টি
–সঞ্জিত মণ্ডল
মেঘের ওপার হতে কে তুমি এমনি এলে,
এতদিন পর!
নিদাঘের প্রতপ্ত দুপুরে ডেকে বলো
দরজাটা খোলো—
খুলে দিই দ্বার। একরাশ মেঘলা আকাশ
উঁকি দিয়ে যায় যেন খোলা জানালায়।
ঢুকে পড়ে শীতল বাতাস।
মুখে হাসি, বুকে তার সদ্যভেজা মাটির আশ্বাস।
গভীর বিস্ময়ে বলি, তুমি!
তুমি এলে এতোদিন পর!
তবু তো এসেছি।
এই ছিল তার উত্তর।


One Comment
Anonymous
আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মন এর পরিচালক মণ্ডলী কে।