অনু কবিতা- বৃষ্টি এলে

বৃষ্টি এলে
সঞ্জিত মণ্ডল

 

 

বৃষ্টি এলে আমার সাথে কইবে কথা আজ
এই খোলা চুল এলিয়ে দিয়ে ভিজবো সকাল সাঁঝ।
বৃষ্টি এলে বলবে কথা আমার রাঙা ঠোঁটের ব্যথা
কেউ জানেনা গোপন কথা প্রথম চুমুর দাগ।
বৃষ্টি এসে শরীর ভেজায় অঙ্গে আমার কাঁপন লাগায়
সে লাজ কথা বলবো কারে কাব্য লেখার কাজ।
বৃষ্টি এলো চলেও গেলো ভিজিয়ে দিলো আজ
সে সব কথা কইতে ব্যথা অঙ্গে দারুণ লাজ।।

Loading

One thought on “অনু কবিতা- বৃষ্টি এলে

  1. আলাপী মন মন ছুঁয়ে গেলো, অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই,

Leave A Comment