Site icon আলাপী মন

কবিতা- এক পরম্পরার নাম

এক পরম্পরার নাম
সুমিত মোদক

 

 

ভারতবর্ষ, সনাতন এক পরম্পরার নাম;
ভারতবর্ষ, দেবভূমির আর এক নাম;

ভারতবর্ষ, আমার জন্মভূমি, আমার মা;

এখানে দস্যু রত্নাকর, ঋষি বাল্মীকি হয়ে ওঠেন,
রচনা করতে পারেন মহাকাব্য – রামায়ণ;
এখানেই কৃষ্ণ দ্বৈপায়ণ বেদব্যাস রচনা করেন
আরেক মহাকাব্য– মহাভারত;

এখানে দেবাদিদেব মহাদেবের আদি বাসভূমি;
এখানে সতীর একান্ন পীঠ;
এখানেই কপিলমুনির সাংখ্য দর্শণ;
শূন্য তত্ত্ব …

এখানে সকলেই আর্য, সকলেই অনার্য;
সকলেই রাজার রাজা …
সকলেই ভারত মায়ের সন্তান;
কেবল আজ নয়, সেই হাজার হাজার বছর আগে থেকেই;

যে দেশের মাটিতে সোনালী ধান ফলে, গম ফলে,
মাঠে মাঠে দুগ্ধবতী গাভী চরে …
সে দেশের শ্রীকৃষ্ণ তো আড়বাঁশিতে সুর তুলবেন,
যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে গীতা-র বাণী শোনাবেন;

নতুন করে জেগে উঠছে একের পর এক নালন্দা;
একের পর এক আর্যভট্ট, বরাহমিহির, খনা, চাণক্য …

প্রতি মুহূর্তে সমুদ্র মন্থনে উঠে আসে অমৃত কুম্ভ,
লক্ষ্মী;
গরলটুকু পান করে নেন নীলকন্ঠ;
জ্যোতিরলিঙ্গ নিয়ে জেগে থাকে আমার দেবভূমি,
আমাদের সনাতন ভারতবর্ষ;

ভারতবর্ষ, কোটি কোটি মানুষের হৃদয়ের নাম;
ভারতবর্ষ এক সুপ্রাচীন সংস্কৃতির নাম;
এখানে প্রতিটি মানুষের হৃদয় সে কারণে এতো সুন্দর, পবিত্র;
জেগে থাকে রাষ্ট্র বোধ, প্রেম …

এ দেশেই আমার জন্ম, আমাদের জন্মান্তর।

Exit mobile version