Site icon আলাপী মন

কবিতা- বিবাদ

বিবাদ
-সীমা চক্রবর্তী

 

 

আমারও তো ছিল ঐ একই কথা
একই অধীরতা
ছিল আদুরী আশ্লেষী গভীরতা
তবুও কেন কিছুই গাঁথা গেলোনা তার মতো করে ?
যৌথ পথ চলা যেন থমকে গেলো পথেরই প’রে…
অকারণে হেসে ওঠা বেতাল কথার ছন্দে
যেমনই থাকি
তবু তো ছিলাম ভালো আর মন্দে
নাই বা জানতে চাইলো “কেমন আছো?”
তবুও ছিলাম রাত টা বাদে সকাল সন্ধ্যে।

যখন ভালোবাসা ঘর বাঁধলো, তখনই শুরু বিবাদ
আমার আর আরণ্যক হওয়া হলো না
আমি হলাম দিকশূন্য
সে হলো আবাদ।
হাতে ধরে শিখিয়ে ছিল সুরে শব্দের মারপ্যাঁচ
সেই ঝংকারে হঠাৎই বিষাদের আঁচ
শেষ অধ্যায় টুকু ফিরিয়ে দিলো অক্লেশে
আদুরী সময়ের মন – মুকুরে, নতুন করে
লক্ষ কোটি হিজিবিজি দাগ
যেন শমন জারি হলো ভালোবেসে।
জানলার এপাশে ক্রমাগত হাতুড়ির ঘাত
ওপাশে আলোর বন্যায় ডুবে আছে পুনম কি রাত।
থাকাটুকু ছাড়া এখন আমার আর কিছুই নেই।

Exit mobile version