রঙ মেলা
–সুবিনয় হালদার
আকাশে রঙ লেগেছে রক্তে ভিজবে মাটি
বাতাসে তাই বারুদ বারুদ গন্ধগুলি করছে ছোটাছুটি
আসছে ধেয়ে হু-হু বেগে শরীর হতে শরীর ;
মায়ের কোল খালি,
শোকাচ্ছন্ন উঠান ভরা হাহাকারের বাটি !
রঙ মেশানোর যাঁতাকলে পেষাই হচ্ছে এ-ঘর ও-ঘর
সব কর্তার এক অবস্থা কর্ত্রী বলেন মাথা ধর্- ছুতো কর্ !
কর্মনাশা গরম সময় দ্রব্যমূল্য নাভিশ্বাস
জমি গুলো ফাঁকা পরে হয়না আর তিন চাষ,
আগাছারা নিচ্ছে দখল করছে মাটি সর্বনাশ !
ভুল বুঝিয়ে মিথ্যা বলে মূল কাণ্ডে মারছে ঘা
সবাই কেমন স্ব-বিলিয়ে মরে বাঁচে ভয়ে-ভয়ে
এদিক ওদিক আশায় বেঠিক পাশ কাটিয়ে ফেলছে পা !
আনন্দ উৎসব কেন জানি মনে হয় বৃথা সব
আসলে লাভ করে দোকানী ক্ষতি শুধু প্রজা কর্ ;
গাধা গরু ছাগল নয়তো-বা মোষ যদি হতো মুরগী
ছোটাছুটি করে ভজা মজা পায় গুটিকয় সান্ত্রী !
কল্কেতে ভরে মাল খলখলে করে দেয় কল্কি
ঠকঠক করে কৃত-জন বোকা হাবা গাধা-গণ;
নাগ নাগিনী নাচে তালে ওঝা দেখায় ভেল্কি!
পরের যাত্রা ভঙ্গ করে করলি-রে তুই অনেক রঙ্গ
সঙ্গ যদি অসৎ হয় পার-পাবেনা অঙ্গ যতোই করো অঙ্ক;
ওগো, শুনতে কী পাও নবীন প্রবীণ একবিংশের বঙ্গ?