কবিতা- তুমি পড়বে তো?

তুমি পড়বে তো?
– শ্রী শুক্রাচার্য্য…

নিঃশব্দ প্রেমে ইচ্ছে স্বপ্ন ছোঁয়া…
হৃদয় শ্বশ্মান, চিত্তে চিতার ধোঁয়া…
গোপন ব্যাথা বুকের মাঝে জেগে…
চেনা মুখ অচেনা হয়ে আছে রেগে…
শূন্যস্থান পূরণের অতিথি ছিল নাকি…
আমি বিকল্প হয়ে ভাবনায় কেন থাকি…
অশান্ত পথ হারিয়ে আমি কেন খুঁজি…
ভ্রান্ত সময় চলে গেছে কিছু দিয়ে বুঝি…
নিবিড়তা দূরত্বে দাঁড়িয়ে কিছুর খোঁজ…
রাশি রাশি অনুভূতির গভীরে রোজ…
এ যন্ত্রনায় যেন অশ্রু নেই, পরম সুখ…
নিথর বুকে ভেসে অচেনার চেনা মুখ…
আজ নিরর্থক নির্দেশের অপেক্ষা নেই…
নিমজ্জিত আপনার আসা যাওয়াতেই…
সেদিন রোদনের স্রোতে ভেসে গেছে যা…
আজি নয়ন সরসীতে লিখেছি কবিতা…
তুমি পড়বে তো?…

Loading

Leave A Comment