কবিতা

কবিতা- বিরহ বেদনা

বিরহ বেদনা
-সঞ্জিত মণ্ডল

 

রাতজাগা পাখি আকাশের তারা গোনে,
অপেক্ষা রাত জানে কতো সুকঠিন –
প্রিয়কে না পেলে কতটা কষ্ট হয়,
ইচ্ছেগুলো যে গোকুলে বাঁশি বাজায়।
যখনই পৌঁছে দিতে চাই মৌরেণু,
নিয়তি বোধহয় অলক্ষ্যে বসে হাসে-
অদর্শনের তীর এসে বেঁধে বুকে,
শতজনমের বিরহী প্রাণ হারায়।

কেউ তো বলবে একবার ডাকো প্রিয়,
স্বপ্নে দেখেছি প্রিয়তম হাসি মুখ –
জীবনের শেষ সম্বল বাজি রেখে,
প্রিয়ার বুকেতে চেয়েছি স্বর্গসুখ।
চোখের জলেতে ধুয়েছে মায়া কাজল,
বিনিদ্র রাত ক্রমশ দীর্ঘ হয়-
চাতক পাখিটা কি করুণ সুরে গায়
প্রিয় হয়ে থাক প্রিয়াতেই তন্ময়।

বিরহ যাতনা অসহ্য মাথা ঘোরায়,
বিন্ধ্যাচলের বাতাস কি লাগে গায়-
খাজুরাহো আজও মানুষের বিস্ময়,
কোনার্কে সব মিথুন মূর্তি কি বার্তা দিতে চায়!
হাজার রমণে ব্রহ্ম প্রাপ্তি হলে,
কন্যা দানের পূণ্য কি অক্ষয়?
বিরহ বেদনা কি বার্তা বয়ে আনে,
বীর ভোগ্যা বসুন্ধরা কি নয়?
গুণমুগ্ধ তো অনেকেই হয়ে থাকে-
সৌন্দর্য সে তো দেবতার মহা দান,
বিরহ বেদনা কাকে বলে প্রিয়া জানে,
প্রিয় মানুষ কে তাই করে সম্মান।।

Loading

One Comment

  • সঞ্জিত মণ্ডল

    অনেক অনেক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই, আলাপী মন মন ছুঁয়ে যায় প্রতিবার

Leave A Comment

You cannot copy content of this page