মেঘলা আকাশ
-সঞ্জিত মণ্ডল
এমন দাবদাহের দিনে মেঘলা আকাশ ভালো
বৃষ্টি ফোঁটা নাইবা ঝরুক মনে আশার আলো।
নাইবা চাতক তৃপ্ত হলো উড়লো মেঘের গায়
পরাণ আমার আনন্দে তাই মেঘের পানে ধায়।
ঘেমে নেয়ে বেশ তো আছি কেউ কি ডেকে গেলো
জানি অভিমানী প্রিয়ার মনে মেঘের কালো।
অভিমানেই কাটুক না দিন এই বিরহ ভালো
বৃষ্টি এলে হাসবে প্রিয়া বৃষ্টিতে মন ভালো।।