অর্ধ সত্যের রূপকার
-সুনির্মল বসু
তিনি কবিতা লেখেন, বাজারে তাঁর উপন্যাসের বিশেষ চাহিদা, এ মঞ্চ থেকে ও মঞ্চে হামেশাই তাঁর ডাক পড়ে,
প্রশংসায় পুরস্কারে বরাবর তিনি আপ্লুত হন, গণমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা সভা বসে,
বইমেলায় তাঁর কবিতার বই সহজে বিকোয়, তাঁর উপন্যাসের মারকাটারি সেল,
নামী ব্যক্তিত্ব, তথাকথিত বুদ্ধিজীবী এবং ভাত ঘুমের মাঝে উপন্যাস পড়া বিলাসিনী রমনীরা তাঁর উপন্যাসের পাঠিকা,
তিনি কখনও শ্রমজীবি মেহনতী মানুষের সভায় যান না, আসলে, তিনি তাদের ভয় পান,
জীবনে কখনো তিনি তাদের কথা লেখেননি,
জীবনে কখনো জমির আলপথে তাঁর পা পড়েনি, কলকারখানায় মেহনতী মানুষের দুঃখ-বেদনার কথা তিনি কখনো জানবার চেষ্টা করেননি,
অনেকেই আজকাল তাঁর সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন, যে লেখায় সাধারন মানুষের জায়গা নেই,
সেখানে শহুরে অবৈধ প্রেমের চর্বিত চর্বন আর কতকাল, জীবনে জীবন যোগ না করে, সাহিত্যে শৌখিন মজদুরী আর কতকাল,
পরিশ্রমী মানুষ দেখলে, তিনি আজকাল ভয় পান,
সবুজ জমির চাষী তাঁর কাছে আতঙ্ক,
সাহিত্যে তিনি অর্ধসত্য জীবনের রূপকার,
এই মুহূর্তে মঞ্চ আলো করে বসে আছেন।