কবিতা- নষ্ট মেয়ে বটে

নষ্ট মেয়ে বটে
-অঞ্জনা গোড়িয়া

 

 

রাস্তায় অলিতে গলিতে দাঁড়িয়ে থাকে
আজ সে নষ্ট মেয়ে বটে,
এখন রঙ মেখে দুচোখে ছবি আঁকে।
মেয়েটা খারাপ ছিল না মোটে।
আজ সে নষ্ট মেয়ে বটে।

দুমুঠো ভাতের আশায় আজ রাস্তায়
বাবুদের খুশিতে চলে সংসার।
সারা রাতের কদর্য যন্ত্রণার বেদনায়
সারা শরীরটা মূল্যহীন নিঃসাড়।
আজ সে নষ্ট মেয়ে বটে।

হৃদয়হীন ভালোবাসার বিছানায়
নিজের লজ্জা রেখেছে বিছিয়ে
মনের সঙ্গে দ্বন্দ্ব নিরালায়
বাড়ি ফেরার পথে মুখ ফিরিয়ে–
অজস্র ঘেন্নায় তাকায় ওরাই।
আজ সে নষ্ট মেয়ে বটে।

অস্পৃশ্য অপরাধী সবার চোখে
বিসর্জন দিয়েছে একরাশ স্বপ্ন
নীরবে সহেছে মানুষের ঠাট্টা-তামাশা
নষ্ট মেয়ের স্বপ্ন হয়েছে ভগ্ন।
তবু সে নষ্ট মেয়ে বটে।

তবু তো মা টা বাঁচল বাবা দৃষ্টি পেল
ভাইটা স্কুলে গেল বোনের বিয়ে দিল।
সেদিনের অসহায় বাবার আত্মনাদ
আজ সবাই গিয়েছে ভুলে
হলো ই বা সে নষ্ট মেয়ে বটে।

সেদিনের দুঃখ গিয়েছে ঘুচে
সুখ এসেছে ফিরে
সারা বাড়ি হাসি খুশি
আড়ালে চোখদুটো চিকচিক করে ওঠে
হোক না মেয়ে নষ্ট মেয়ে বটে।

আজ পরেছে বেগুনি রঙের শাড়ি
ঠিক কোনো উড়ন্ত কোনো পাখি,
ঠোঁটে লিপস্টিক কপালে বড় টিপ
কাজল ভ্রমর দুটি আঁখি।
এরাই তিলোত্তমা গোধূলিতে ফোটে
আজ সে নষ্ট মেয়ে বটে।

Loading

Leave A Comment