স্মিত মুখের আড়ালে
-সঞ্জিত মণ্ডল
তোমরা সবাই দেখছো যে স্মিত মুখ-
মুখের হাসিটি সদা অমলিন রাখি,
হাসির আড়ালে বুকে আছে যত ব্যথা,
সে ব্যথাকে আমি হাসি দিয়ে ঢেকে রাখি।
জীবনে জীবনে আছি পুরাতন গানে-
জানিনা কেন যে আশার স্বপ্ন টানে,
ব্যথার মুকুল সব ঝরে গেলে প্রিয়,
আমার কবরে শ্রীচরণ রাখিও।
ভুলে যেও প্রিয় ভুলে যেও সেই গান-
যে গানে পরাণ সঁপে দিয়েছিনু গো,
এই বুঝি তারই অভিনব প্রতিদান,
বিরহ আমার নিয়তিই দিয়ে গেলো।
জীবন আমার বিরহেই কেটে যাবে-
পথ চেয়ে হোক সঘন অশ্রুপাত,
হৃদয়ে যদি ঠাঁই না দিলে গো প্রিয়,
মরণের পরে কবরেতে মাটি দিও।
কবরে যখন ধূপ দীপ জ্বালা হবে-
বাতাসকে বোলো অতি ধীরে যেন বয়,
মাটির গভীরে তোমার সুবাস নেবো,
ভালো বাসা মোরে ভিখারি করেছে প্রিয়।।
আন্তরিক ধন্যবাদ আর অন্তহীন শুভেচ্ছা জানাই প্রিয় আলাপী মন, একরাশ শুভ কামনা