Site icon আলাপী মন

কবিতা- মরণের প্রতিদিন

মরণের প্রতিদিন
-শ্রী শুক্রাচার্য্য

 

ভাসা ভাসা সভ্যতা আমি অন্তরে অসভ্য !
ইতিহাস চর্চার প্রিয় চাওয়া…
কলমের কালি দিয়ে দাগ পড়ে যাওয়া,
দাগে নূতন কিছু পাওয়া…
এই সুন্দর মনটা শূন্য ছিল খোলা আকাশের
নীচে, শকুন সান্নিধ্যে ভাগাড়ে ভাব…
ভালো ভালো কথা চামড়ার ফতনায়, পচা গন্ধ
পছন্দ; চায় সমাজ পাপ…
উলঙ্গ আমি, কাপড় বেঁধে রাখা তোমার দৃষ্টি;
উলঙ্গ তুমি- অদৃশ্য মৃত্যুর বৃষ্টি…
কয়লার খনি থেকে সভ্যতা খুঁজি, পচাগলা স্থাপত্যে
মৃত স্তূপের কবরে প্রযুক্তির সৃষ্টি…
ধান্দা গণিতজ্ঞ খুবলে খাচ্ছে চাহিদার মাথা, নিশ্চুপ
অংশীদার মুখ বন্ধ প্রতিশ্রুতি…
শতকরা হারে ঢাকা আছে স্বপ্ন, গবেষণার বিজ্ঞান
পাহারাদার নাটকে, অভিনয় মিনতি…
গোল হয়ে ঘিরে আছে ভিনগ্ৰহের আত্মা, ভূগোলের
মেঘলা আকাশ একফোঁটা জলে…
ছিন্ন ভিন্ন কাটাছেঁড়া যোগ বিয়োগে, দেহে প্রাণী বিদ্যায়; জন্ম মৃত্যুর বেসাতি চলে…
নিয়ত রাতের যজ্ঞে অসুরের জন্ম তপস্যায় শকুন শকুনির পিশাচী রক্ত…
নাচানাচি করে ভূতে প্রেতে,প্রত্যাশা শ্বশ্মানের প্রাচীন প্রাণের ছাই চাপা ভক্ত…
অপদার্থ পুঁথি গেলা আত্মা পদার্থের তল্লাশি করে, মাংসখেগো শিকারীর চোখে…
মৃত্যুর দেবতাকে আগলে রাখতে চায়, জীবন্ত প্রকৃতি উপেক্ষায় ! অদৃশ্য শক্তির ইচ্ছা রুখে…
মৃত্যুর জন্য এগিয়ে থাকার প্রস্তুতি, শান্ত করে যায়
যত অভিনয়ের মিথ্যা সম্পর্ক…
বর্ণ ভেদে শব্দ ভেদে ধর্মের যুদ্ধ, জাতি সংঘর্ষে অল্প শ্বাসের চেতনায় বিতর্ক…
উৎপত্তি ধ্বংসের মহাকাল, নিয়তির কাছে চুক্তিবদ্ধ
প্রগতির পথে নির্ভীক মানব…
সত্যের ধ্বজা আদিমতার ল্যাজে বেঁধে বিজয়ের ভাবনা, দুপায়ের দানব…
যুগান্তরের সভ্যতা খুঁজতে থাকে শাসনের চাবিকাঠি,
হিংস্র ক্ষমতায় ডুবে অস্তিত্ব…
নিশুতি রাতের অভিসারে ফিসফিস করে প্রকৃতি, কান্নায় ভেংগে পড়ে তার একাকিত্ব…

Exit mobile version