উদ্বাস্তু
-পাপিয়া ঘোষ সিনহা
আমি একটা ভালোবাসার ঘর বাঁধতে চেয়েছিলাম,
যতবার ভালোবাসার জমাট বুনটে একটি নীড় গড়েছি,
ততবার ঠিক ঈশাণ কোনে অশনিসংকেত দেখা গেছে।
যখন প্রবল বেগে বয়ে যাওয়া বাতাসের স্পর্শে- তোমার বন্য প্রেম অনুভব করতে চেয়েছি,
ঠিক তখনই এক প্রলয় এসে আমার নীড়
ভেঙে দিয়ে চলে গেছে।
আমার হৃদয়ে উষ্ণতা টিকিয়ে রাখতে যতবার তোমার স্পর্শ চেয়েছি,
ঠিক ততবার উদাসীনতা র কালোমেঘ বজ্রপাত হেনেছে।
বিদ্যুতের ঝলকে যতবার আমি রোমঞ্চিত হতে চেয়েছি,
ততবার এক অযাচিত মৃত্যু সংবাদ আমার হৃদয়কে দীর্ণ করেছে।
ভালোবাসার রাজপ্রসাদ তো দূর, একফালি ঝুল বারন্দাও গড়ে উঠলো না।
উদ্বাস্তু মানুষদের ঘর বাঁধতে নেই,
ঘর বাঁধলে আটকা পড়ে, পরিযায়ী মন ছুটে চলে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে।
পা ও মনের সাযুয্য থাকে না,
চলমান জীবন হঠাৎ থেমে যায়,
গতিবেগ ভারসাম্য হারায়।
ভালোবাসা তবুও আছে,থাকে, থাকবে।