কালের আদেশনামায় ক্ষমা নেই
-প্রদীপ শর্ম্মা সরকার
গলাজলে দাঁড়িয়ে গায়ত্রী জপ করেছি একশো আট বার,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আকিঞ্চন স্তুতি করেছি
বিশ্বাস অবিশ্বাসের দোলায় চেপে,
তুলসীকে মহীরুহ জ্ঞানে পুজো করেছি –
ধুলোয় মিশে যেতে যেতে অহর্নিশি–
জাতপাতের ছ্যুৎমার্গ মেনে
ডোম ঘরণীর যুবতী যোনি হেলায় তুচ্ছ করেছি–
আবেগজলে বন্ধ্যা নারীর জরায়ু ভাসিয়ে দিয়েছি
একের পর এক মিথ্যার প্রলেপ চাপিয়ে;
বিন্যস্ত বীজমন্ত্রে
দেবদাসীর সমস্ত স্বপ্ন উজাড় করে দিয়েছি
একনিষ্ঠ পিতার চোখের মণি কেড়ে নিয়েছি–
হারেমের অবিসংবাদিত ডানাকাটা পরীদের
নিরাবরণ ক্ষুধার্ত দেহবল্লরীতে
একে একে বেদনা রোপন করেছি–
তারপর সোল্লাস গণ- ধর্ষণযজ্ঞ উপভোগ করেছি–
তারপর প্রভূত প্রতিপত্তি,
অপরিমেয় মণিকাঞ্চণ সুখ,
বিলাসের সপ্তম স্বর্গ পরিক্রমা শেষে
অমরত্ব কামনা করেছি–
ইতিহাসের পদলেহন করেছি –
মেঘের ওপারে একঝিলিক হেসে
ইতিহাস রচয়িতা অদৃশ্য হয়েছেন–
ডাক পড়েছে চলে এসো,
জবাবদিহি ক’রতে হবে।