Site icon আলাপী মন

কবিতা- “নিক্ষেপ স্পর্শে”

“নিক্ষেপ স্পর্শে”
-শ্রী শুক্রাচার্য্য

 

 

আমায় ডেকেছে পরিতোষের অন্তরীক্ষ শর্বরী সম্ভাষণের নুর…
মনোহর অনিলের মৌল চিত্তে, ছিল কিয়ৎ অনুতাপ;
দেখেছে বিষাদের সুর…
অপটু অক্ষম লোচনে চেয়েছিলাম, নিথর হৃদয়ের মালা গেঁথে…
মহীরুহে ঝরা বিবর্ণ পুষ্প দুহাতে কুড়িয়ে নিয়েছি,
নিপীড়িত বুক বেঁধে…
বৈরিতার ভবন ভেঙেচুরে গেছে, যেথায় যা সঞ্চিত ছিল; অতল রোদনের অভিষিক্ত হৃদয় পথের ধুলায়…
তব কুন্তল কোটাল স্রোতে ভেসে গেছে,
ছিল যত বিদ্বিষ্ট ব্যত্যয়…
বনানীর কবরে সমাহিত করা রূদ্ধ শ্বাসের উচ্ছাস,
ছুঁয়ে গেছে কিছু রাগের নীরব নিক্ষেপে…
বিবিধ অপ্রসন্ন বিপুল সম্ভার,ক্ষত বিক্ষত করে গেছে
বজ্র চিত্তের আক্ষেপে…
আমি অনাহত নাভিকুন্ডের হোমে পুড়িয়েছি,
যত স্থিত ইচ্ছার স্নায়ূ জালে…
অভিষিক্ত চন্দন চিতায়,মম চিত্ত প্রেয়সীর কোমল দেহ জ্বলে…
হায় ! পিপাসার্ত প্রণয়ের আত্মহুতি রুক্ষ চিত্ত,
প্রাপ্তির খতিয়ান কাগজে রাখা ছন্দে;
শুধু স্বাক্ষী হিয়ায়…
ভেসে যায় যাক্ মহাকাশের নিয়মভঙ্গ শূন্যে,
আরও এক চেতনার খেয়ায়…

Exit mobile version