Site icon আলাপী মন

কবিতা- ‘তুমি আছো’

‘তুমি আছো’
-শ্রী শুক্রাচার্য্য

 

শেষ পর্যন্ত তোমাকে পাওয়ার কথা,
মন ভুলে গেছে না হয়…
তাই বলে ভালোবাসি না এখনও আমি,
এটা বলা ঠিক নয়…
পাওয়া টা আসলে সেটা ই সবকিছু জানি
কিছু একান্ত কথার স্বাক্ষী…
নাই বা হলো বন্ধ ঘরে তোমাকে ঘিরে থাকা,
মুক্তির বিরোধীতায় লাভ কী…
জানো তো তোমার দেওয়া অনেক কিছু
ছোট ছোট শব্দের ভীড় আজ…
আমাকে ভীষন ব্যস্ত করে ডেকে বলে,
আমার নাকি লেখাই কাজ…
খেয়ালী মন হারিয়ে ফেলেছে সময়ের কথা,
এখন যদিও মনে পড়ে কখনও…
আসলে আঘাত যদি নাই থাকে জীবনের পথে
ভালোবাসার মানেটাই অন্য…
তুমি চলে গেছ জেনেও মন ভাবে না তুমি নেই
কাছে ই আছো শ্বাসে আছো…
প্রেম তোমার অফুরান ছিল জানি না কতটা পেয়েছি,
মনে নেই! ওইটুকু নিয়ে বেঁচে আজও…

Exit mobile version