Site icon আলাপী মন

কবিতা- অধীনতা

অধীনতা
-সুবিনয় হালদার

 

 

রূপ-নারায়ণের রূপে যখন
পাগল পারাপার,
দুই পাড়েতে ভগ্ন দশা
ছিঁড়ল হৃদয় তার ।

রঙের খেলায় রঙ লেগেছে
মাটি হয়েছে লাল ;
দশদিকে তাই ধোঁয়া ধোঁয়া
বারুদ নিশি কাল !

বিভেদ তুলে নিষেধ খুলে
হচ্ছে যত রণ ;
বিষের বাঁশি মৌন মুখে
ভারাক্রান্ত মন !

লক্ষ প্রাণের শস্য ক্ষেতে
করছে যারা মিথ্যাচার ;
তারাই আছে দুধেভাতে
কোটি কোটি ভ্রষ্টাচার !

আগুন জ্বেলে ফানুস ওড়ায়
পোড়া মাটির গন্ধ,
খোকা রে তুই যাসনে খোকা
শ্বাস যে হবে বন্ধ !

গণতন্ত্র কাকে বলে প্রজাতন্ত্র বা কী
রাজতন্ত্র মারছে চাবুক !
অধীনতা মূল্য নাকি ফ্রি ;
পঞ্চতন্ত্রে মানব দেহ পঞ্চভূতে ঘী ।

Exit mobile version