প্রেমিকের অক্ষর
-সুব্রত আচার্য্য
অন্তিম অভিমানের জলরঙে ধুয়ে যাচ্ছে সময়। প্রেমিকের অক্ষরে অক্ষরে কান্না। বোবাচোখে তুমিও দেখো- ; আমিও…! গৃহস্থলীর লৌকিকতা চুঁইয়ে চুঁইয়ে ঝরে পড়ছে গোপন রোদ্দুর। শর্ত বিহীন শব্দেরা জীবনের জলরঙে নিজের ছবি আঁকে ।
বাতাসের সাঁকো দুলে উঠলে জোছনাও লজ্জা পায় । এক হৃদয় ভালোবাসার পর , যে প্রেমিক কবিতা লিখতে চেয়েছিল-, সেও আজ অপাঙক্তেয় !
তাহলে কি অক্ষরে অক্ষরে শুধু বর্ণমালাই রচিত হবে ? ক্ষুধার্ত সংসারে আঁধারে আঁধারে স্বপ্ন মেশে। দাউদাউ করে জ্বলে উঠছে ফুটপাত।
নিরবতায় মোড়া উপবাসী চাঁদের কাছে রেখে যাচ্ছি আমার স্বপ্ন।
সময় লিখছে সময়ের পাণ্ডুলিপি। ঘড়ির কাঁটায় ঝুলে আছে স্বপ্ন – সময় – আপন অধিকার।
খুব সুন্দর
ধন্যবাদ