কবিতা- মর্ত্যনাশ

মর্ত্যনাশ
-সুবিনয় হালদার

 

 

পরের ভুল ধরতে ধরতে
করছে যারা শৃঙ্গ জয়,
নিজের ঘরে শিকেয় তুলে
রাখছে তারা অবক্ষয় !

সবাই বলছে হচ্ছেনা ঠিক
জানছে ওরা সবই-,
তবুও যতো ধূমকেতু-গণ
দেখায় কত কেতাবি ?

নির্লজ্জতাও লজ্জা পায়
এদের জন্য মনেমনে ভাবি,
কারক ছাড়া মিথ্যা সমাস
পদের কাছে বর্ণমালার চাবি !
নিদেন খাওয়া গিলে তবে-
এখন বাপু খাচ্ছো কেন খাবি ?

হায়রে কপাল হায়রে জন্ম
এ কেমন মানব কর্ম ;
ধর্মের কলে অধর্ম ছলে-বলে-
সেই নাকি বোঝে এর মর্ম !

সব পেয়েও টগবগিয়ে মুখোশ পরে
করছে যারা রাত্রিবাস ;
তাদের কাছে বলছি তবে
মতের ফেরে হরিলুটে মর্ত্যনাশ ।

Loading

6 thoughts on “কবিতা- মর্ত্যনাশ

Leave A Comment