“আমি নারী আমিই পুরুষ”
-শ্রী শুক্রাচার্য্য…
ওরে ও মানবী…
দেহটাই যে দোতারা মন
তোদের ঘুম ভাঙ্গবে কখন…
এই তারে যে নাভীর সুর
মনের ছন্দ বহুদূর…
বল না তুই হারিয়ে যাবি
যে ঠিকানায় আকাশ পাবি
গাইবো আমি সেই বাউলী
খামখেয়ালী নাচ দেখাবি…
ওরে ও মানবী…
ক্ষিতি আজি ক্ষিপ্ত হিয়া
ব্যোম খেয়েছে শূন্য মরুত…
অগ্নি যেন অপ মানের
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক…
কৃষ্ণ যে তোর রক্ত বীজে
সাড়া দেবে অন্য ডাকে…
যৌনতার এক অন্য লাজে
ধরতে যদি পারিস তাকে…
ওরে ও মানবী…
ইরা তোদের একতারা যে
পিঙ্গলা যে দোতারা মন…
ওরে বাজা রে পাগল মন খুলে আজ
থাকবে না রে এ শুভক্ষণ…
জ্বলছে হোমের যজ্ঞ রূপে
সৃষ্টি রসের গন্ধ এখন…
নিসর্গের বুকে যে শব্দ কাঁপে
ওরে ঝড় তুলে দে স্পর্শে মন…
ওরে ও মানবী…
স্পন্দনে দেখ লুকিয়ে আছে
ঘুমন্ত যত শক্তি তোর; নিকষ অন্ধকারে…
জাগা রে মন জাগা ওরে
অনুভূতিহীন ঐ উপাস্থিরে…
যা মন হারিয়ে মুক্ত সুষুম্নায়
আজি তুই সেই পথ ভোলা…
মূলাধারে পিশাচী প্রাণ ভরে
অষ্টম দ্বারে মৃত্যু খোলা…
ওরে ও মানবী…
ঝংকারে কম্পন উপাস্থির শিহরিত
আপানবায়ূ ,বাউলী ডাকে সাড়া…
সে ডাক শুনে পাগল উবুন্টু
সহজিয়া আউলী দিশেহারা…
প্রাণবায়ু শব্দের খোঁজে সপ্তচক্র পথে
অচেনা নাড়ীর কামিনী কাঞ্চনে…
ওরে চমকিয়া ওঠে বজ্র নাড়ী
লাউয়ের খোলে একান্ত গোপনে…
ওরে ও মানবী…
মর্কট বৈরাগী সজ্জিত ভাবনা তোর
বাউন্ডুলের পথে মানা…
বেদনার জ্বলে অশান্ত চিত্তের
আক্ষেপে, বৈরাগ্য পাবি না…
ছিঁড়ে যাওয়া তারে হারিয়েছে স্বরাজ
প্রশ্ন উত্তরে ভরা কাল…
ওরে ছদ্দবেশী বৈরাগী হারিয়ে যাবি
থাকবে না কামিনীর তাল…
ওরে ও মানবী…
আয় প্রাণ খুলে যা নেচে যা আজ
নেইকো আমার কোনই লাজ…
থাকব আমি শ্বশ্মান বেলার সাজে
লজ্জা পেলি জন্ম মৃত্যুর মাঝে…
তোর পলকে ভাসিয়ে নেব
মোর বাঁধন খোলা তরী…
সেই খুশিতে বাউল আমি
আপন প্রেমে মরি…