কবিতা

কবিতা- ভাবনা

ভাবনা
প্রদীপ শর্ম্মা সরকার

ভাবনা চলে নদীর মত
প্রেম আনন্দ বেদনা ক্ষত
এঁটেল ফসিল কচুরী পানা
সুখের ভিয়েন দুঃখ দানা
মন ছাঁকনিতে ছেঁকে নেওয়া
নতুন-রোদে মেলে দেওয়া।

ভাবনা হাসে চাঁদের মত
ঝলক খুশির পলক যত
একের পরে অপর মিলায়
অভ্র ঝিলিক বালুকণায়
দিনের শেষে সাগর পাড়ে
জলতরঙ্গ শ্রবণ কাড়ে।

ভাবনা কাঁদে অশ্রুসাগর
এক নিমেষে ভাঙা বাসর
এয়ো স্ত্রীয়ের তন্বী শরীর
বিকোয় পাটায় বিলাস তরীর
সিঁদুর দিলো যে গোধূলি
সেই আলোতেই বধূ বিলি‌‌।

ভাবনা নাচে বাজে ত্রিতাল
সন্ধ্যা রাত্রি সকাল বিকাল
নাচের মুদ্রা নটরাজের
তেজস আঁখি ডাকের সাজের
এক বাহুতে মুন্ড দোলে
অন্য বাহু ফসল তোলে।

ভাবনা এখন অলস মদির
তুলসী তলায় ভক্ত সুধীর
সে অনায়াস ক্ষিপ্র তড়িৎ
শীতল বাতাস স্থিত সরিৎ
ভাবনা আসে নিঝুম রাতে
দুনিয়া যখন পক্ষাঘাতে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page