Site icon আলাপী মন

কবিতা- শীতঘর পণ্য

শীতঘর পণ্য
-সুবিনয় হালদার

সব অসাধুরা হচ্ছে জড়ো
একই ছাতার তলায়,
ছিঁচকেচোর ভাবছে বসে
কী হবে তার উপায় !

একটু আধটু এদিক ওদিক
হলেই পরে ব্যাস,
বড়ভাই সদলবলে নেবে কেড়ে
গয়নাগাটি ক্যাশ !

দুঃখের কথা বলবো কীআর
বলবো কীরে ভাই ;
নুন আনতে পান্তা ফুরায়
বাড়া ভাতে ছাই !

উড়ছে ধোঁয়া জ্বলছে চিতা
জীবন হচ্ছে দুর্বিষহ ;
ডাকাত হয়ে দেশের হোতা
ভেকধারী সব সভ্য !

ক্ষমতা অর্থ দৌরাত্ম্য যুদ্ধক্ষেত্র
জাগিয়ে তোলে স্বার্থ ;
বারুদ কার্তুজ রেষারেষি করে
ছত্রেছত্রে ধান্দার ক্ষেত্র !

জনসেবা সব হারিয়ে গেছে
নরনারায়ণ শীতঘর পণ্য ;
বিষ্ণুপ্রিয়া কাঁদছে বসে রাজপথে
দ্রৌপদীরা আজো বিপন্ন !
হায় ভগবান আল্লা যীশু
তোমরা কী সত্যিই অন্ধ ?

Exit mobile version