Site icon আলাপী মন

কবিতা- না বলা কথা

না বলা কথা
-রাণা চ্যাটার্জি

অনেক তো হয়েছে কথা…
কথার পিঠে কথা সাজিয়ে নির্মিত সুদৃশ্য তোরণ,
প্রাসাদ রাজমহল, তবু না বলা জমা কথার ভিড়,
চোরাস্রোতে বয়ে চলে সময়ের গতিশীলতায়।

যা পিচ্ছিল করে মন,থমকে হাঁক দেয় শোন,
সময়ের ক্যালেন্ডারে পঙ্কিল যাতনায় মহারণ!
ভাবনার পিচ্ছিল আবর্তে,না জানি কোন শর্তে,
চুপ করে বসে থাকে মনের চোরা কুঠুরি জুড়ে।
ঘুলঘুলি বেয়ে উঠে আসা স্যাঁতস্যাতে শিহরণ।

শব্দ মালায় শব্দের ভিড় তবু না বলা কথার দল,
অস্থির স্রোতে উদাস ঠোঁটে বড়ো বেশি চঞ্চল!
ভাবনার গহ্বরে শব্দগুচ্ছের শুনি হিল্লোল ঝঙ্কার,
তবু কিছু কথা নির্বাক হয়ে বলা রেখে যায় বাকি।

মেঘের চাদরে বারে বারে লুকাই যত মুখ,

হাহাকারে নামে হৃদয় অলিন্দে, ক্রন্দনরত দুখ!
কথার দল ভেসে চলে আগাছার পিছুটান
ঘুড়ি লাটাই সূতোর সুতীব্র আকর্ষন অভিমান,
এই বুঝি নেমে আসে মনে শান্তির বাতাবরণ।

তবু ছুঁয়ে ছুঁয়ে যায় ভাবনারা চোখে হারায় ,
এক লহমায় ছুটে আসে শব্দের বুদ্বুদ,অদ্ভুত।
শব্দের রন্ধ্রে রন্ধ্রে জমে ওঠা বারুদের স্তূপ,
ঠাসা অভিমানে সম্ভাবনার হঠাৎ উল্কাপতন!
তবু কথার দল সারিবদ্ধ ভাবে এসেই চলে মনে,
ক্রমশ মুছে দিতে চায় আবেগী জীবনের গ্লানি,
কষ্টের নামকরণ কখন যে হয় দুঃখ বিলাসী,
এর মাঝেই না বলা বাকি কথারা,সপ্রতিভ
বলতে চায় ভালো হয়ে যাক পৃথিবীর অসুখ,
শুভ হোক যা কিছু জমা ক্ষোভ, শুভ হোক।

Exit mobile version