কবিতা- শেষ বিকেলে

শেষ বিকেলে
-সুব্রত আচার্য‍্য

শেষ বিকেলে , ছায়া যখন
দীর্ঘ হয় , দিগন্তের শেষ ঠিকানা থেকে ভেসে আসছে মৃত্যুর গান। সময়ের অলিন্দে শব্দ পোড়ার দাগ। মানুষের মিছিলে মানবতা মরে।

চেনা অচেনার গোপন ছন্দ বেয়ে নেমে আসছে উত্তাপ। উত্তাপে উত্তাপে গোধূলি নামে।

দুধ সাদা রঙের পায়রাটা , যে একসময় শান্তির কথা বলত , সেও আজ অন্ধকারে। চেনা ছন্দ কিভাবে অচেনা হয়ে যায়
তা ঐ দুধ সাদা রঙ আর পায়রাটাই জানে। দূর থেকে ভেসে আসছে চাতকের কণ্ঠ স্বর। বেলা অবেলায় হারাতে হারাতে হারিয়েছি দুধ সাদা শব্দ – ।

নীলচে গাঢ় শোক জমা হয় বুকের ভিতর। সেলাই করা ভাগ‍্য শুধুই স্বপ্ন দেখায়।

স্বপ্নে বাঁচি – স্বপ্নে মরি ,
স্বপ্ন দেখি রোজ।
দিগন্ত জুড়ে আগুন আভা ,
কেউ রাখে-না খোঁজ।

জ্বলছে আগুন , পুড়ছে সময়।
মানবতা হচ্ছে চুরি।
ভাগ‍্য শুধু স্বপ্ন দেখায় ,
আঁধারে আঁধারে মরি।

Loading

6 thoughts on “কবিতা- শেষ বিকেলে

Leave A Comment