Site icon আলাপী মন

কবিতা- অচেনা পৃথিবী

অচেনা পৃথিবী
-সুবিনয় হালদার

ভাতের থালায় রক্ত মিশেছে
জীবন হয়েছে দুর্বিষহ ;
চার-দশকের ছোঁয়াচে ব্যধি
বয়ে চলেছি আজো !

কিশোর বেলার সেই পৃথিবী
আজকে লাগে অচেনা ;
কৃত্রিমতার এই সমাজে
আমিত্বের গ্রাসে শুভ চেতনা ।

কে যে আপন কে যে পর
পাইনা কিছুই ভেবে ;
যুগের সঙ্গে তাল মিলিয়ে
চলছি ধীরে-ধীরে !

জানাশোনা পরিচয়-
কেন জানি মনে বড় লাগে ভয় ;
আত্মীয়তায় আত্মা নেই
ধাঁধার সাথে ধান্দাটাই বেশী হয় !

উত্তরণের পথকে খুঁজি
খুঁজেই মরি সারা ;
অজানা পথ বলছে কেঁদে
চালক পাজি-পাঝাড়া !

লাশের পাহাড়ে বসে গণতন্ত্র
আঁধারে ঢেকেছে আলো ;
রক্তক্ষরণ বাঁধভাঙা ঢেউ
কান্না বুকে নিভন্ত দীপ জ্বালো।

Exit mobile version