কবিতা- কিসের অপেক্ষা

কিসের অপেক্ষা
-উজ্জ্বল দাস

বেআব্রু জ্বলন্ত অগ্নিকন্যা,
নাহ, এ আমার দেশ নয়।
ভয়াবহতা চাক্ষুস করছে
একশ চল্লিশ কোটির দেশ-
নাহ, এ আমার দেশ নয়।

আমার দেশ তো ভালোবাসতে জানে-
আমার দেশ তো প্রতিবাদ করতে জানে,
আমার দেশ তো কাছে টেনে নিতে জানে…
তবে !
আমার দেশ তো বাঘাযতিন, মাতঙ্গিনীর দেশ
আমার দেশ তো আজাদহিন্দ ফৌজের দেশ
আমার দেশ তো সুভাষের দেশ-
তবে এত বর্বরতা কিসের !

সদ্য জন্ম নেওয়া কোনো ভ্রূণ যেন জানতে না পারে একথা-
সদ্য লোক পরিবর্তন করা মনুষটা
জেনে গেল আমার মাটির এই তীব্রতা-
ঝাঁঝালো কণ্ঠের চিৎকার-
রগরগে লালসার হুঙ্কার।
খবর পৌঁছে যাবে ইন্দ্রলোকে, ওপরে।
ওরা জেনে যাবে আমাদের মানসিক দারিদ্রতার কথা।

কর্ণাটক, কন্যাকুমারী, মহারাষ্ট্র, রাজধানী-
টালিগঞ্জ, পার্কস্ট্রিট, শ্যামবাজারের মোড়ে মোড়ে গোলে পড়বে মোম।
কথা বলবে #Sound_of_silence…

নিশ্চিন্তে ব্যালকনিতে বসে কফির কাপে চুমুক দেওয়া ঠোঁট-
অপেক্ষা করবে-
নিজের বাড়িতে আগুন লাগার অপেক্ষা-

আর কতটা সহ্য করবে আমার দেশ!
আর কতগুলো কাপুরুষের জন্ম দেবে আমার ভারত!
আর কতগুলো নেতার বদল হলে-
ধর্ষণ রোগ থেকে মুক্তি পাবে আমার রাষ্ট্র?

আমার ভারত,
আমার দেশ।
মেরা ভারত মহান…

Loading

Leave A Comment