ধুলো ধুয়ে পুতুল বানাই
-অসীম দাস
তোমাকে সম্পূর্ণ পাই না বলেই
পড়শী শব্দ আসে কবিতার পাশে ।
মাছেদের আলপনা ঝিম-ধরা মাঝির গলুয়ে ।
প্রেমিকার হাতঘড়ি কেবলই পায়চারি করে
ভুলোমন প্রেমিকের পথে ।
রাহুলের মুষ্টি- মায়া ছিঁড়ে
নিশি ডাকে — আয় আয় , আয় রে গৌতম !
সীমান্ত -শীতে প্রতিদিন ভোর দেখি উলঙ্গ চোখে ।
বিড়ম্বিত লুকোচুরি টুকি দিয়ে বলে
— এসো এসো সুখী সুখী জীবনের অতৃপ্ত ঘামে ।
ঝুরঝুরে নিষিদ্ধ দেওয়াল পড়োপড়ো হলে
শুধু অন্য গৃহে যাওয়ার পরিকল্পনা করি ।
একদিন সে প্রাচীর সত্যিই ধূলিসাৎ হলে
সর্বস্বান্ত হবার ভয়াবহ ভয় থেকে
মুক্তি পাওয়ার আনন্দে
শুয়ে থাকা ধুলো ধুয়ে পুতুল বানাই !