কবিতা- সেলাম

সেলাম
-সুবিনয় হালদার

সহজ কথা সহজভাবে বলা-
অতো সোজা-না।
চোখের সামনে যাকিছু দেখছো- যাকিছু শুনছো-,
লিখে প্রকাশ করা-
বুঝলে- অতোটা সহজ-না-!
আসলে সোজা কথা সহজ ভাবে বলা যায়-না-!
বললে পরেই তকমাআঁটা উপাধি পাবে- সঙ্গে ভিন্ন-ভিন্ন বিশেষণ- ; একদম Get three get one free’র মতো !

যদি তুমি প্রিয় হতে চাও-, বাহবা পেতে চাও- নতুবা পাশে বসার জায়গা পেতে চাও- সে ডান হোক বা বাম ;
তাহলে সবার আগে তোমাকে সত্য কথা, সোজা কথা- সহজভাবে না-বলা হজম করতে হবে ।
তেলমাড়া মিথ্যা প্রশংসা করুন- অথবা হ্যাঁ-তে হ্যাঁ মেলান ;
দেখবেন সমস্ত বর্জ্যপদার্থ আপন অঙ্গে লেপে অঙ্গনে নেত্য করছে !
খুশি-করা কথা না-বলে কে চায় বলুন বিবাগী হতে ?
সবাই সবারটা দেখতে গিয়ে কখন যে পরাধীন হয়ে গেছো ;
দাসত্বের অন্ধকার কুঠরিতে নিজেরাই নিজেদেরকে সঁপে দিয়েছো-,
হে বিপদী- তুমি নিজেই জানোনা !

যদি ভেবে থাকো- অনেক হয়েছে গুরু, আর না- তাহলে
তোমার দিকে ধেয়ে আসবে ভীষণ বেগে ঘূর্ণিঝড়,
কুকথার বজ্রাঘাতে আহত বিধ্বস্ত দিশেহারা তুমি- / তোমরা- তখন উদ্বাস্তু- !
তোমাদের ঠিকানা হবে কোনো-এক রিফিউজি ক্যাম্পে হয়তোবা জেলে নয়তোবা শ্মশানঘাটে !

হায়- হায়- স্বাধীনতা—
হায়- গণতন্ত্র—
লজ্জা ঘৃণা নামক অনুভূতি বিলুপ্ত প্রাণ- শুধুই শ্লোগান মুখরিত !
কান্না-? সে তো কবে ফিরে গেছে তার আপন ঠাণ্ডা ঘরে !
এই পোড়ার দেশে জন্মলগ্নে যে বিষবৃক্ষ রোপণ করা হয়েছিলো আজ তা মহীরুহ হয়ে পরিবেশ প্রকৃতি শেষ করে দিচ্ছে !
বনেদ ভুলের জের আজো টেনে চলেছো কলুরবলদের ন্যায় জন্ম হতে প্রজন্ম-!
হায়- রাজা
হায়- রাজমাতা- মন্ত্রী আমলা পারিষদ ;
তোমাদের নমস্কার-
সেলাম- !!

Loading

7 thoughts on “কবিতা- সেলাম

  1. Dada khub sundor khub khub valo, tomar sob kotai kobita khub khub sundor valo Jake bole asadaron, avabonio, sob kotai bises kore ami ba amake je kota pathiye 6o khub khub sundor 👌 👌 👌 Khub valo lege6e ,👌👌👌💐💐beautiful 💐 💐 👌👍

  2. অসাধারন দাদা……অপূর্ব সুন্দর বলেছ…..বর্তমান আমাদের জীবন তুলে ধরেছ👍👍👍👍👍👍👍👍

Leave A Comment