Site icon আলাপী মন

কবিতা- নিয়তির শতাব্দী বুদবুদে সন্ধি

নিয়তির শতাব্দী বুদবুদে সন্ধি

-অসীম দাস

যদিও বিকেল বীচে সকালের সমুদ্র শিশির
ভুলভীড়ে গাদাগাদি গোধূলির ঝুলটবে
নির্মেদ নীল ভোরে মখমল রোদের মমতা
অবশেষ রাতের নাড়ির নালে
নরম্যান্ডি দুপুরের যৌবন ধ্বণি

তবুও যুদ্ধ বানে ভেসে যায় সভ্যতার সেতু
পৃথিবীর শোক শ্বাস শুঁকে শুঁকে
বাতাসেরও জ্বর আসে ধুম্

বর্ণ হরফ বয়ে ইলিয়াডনদী হতে পারে
ভাবনার পাখি তা-এ পাথরের পাখা
তোমার চিল্কা চিবুক ছুঁয়ে
শ’ মাইল প্রেমের পতাকা

শতাব্দীর কান্না মোছে লজ্জিতা প্রকৃতির তালু
যদিও তবুও শব্দ রাত জাগে সীমানার পাড়ে
মানবের সন্ধিকামী কবিতার কূল
ক্ষমতায় কিন্তু অসহায়

Exit mobile version