Site icon আলাপী মন

কবিতা- দুরু দুরু ভাবনা ভাসাই

দুরু দুরু ভাবনা ভাসাই

-অসীম দাস

 

 

আলাপ করতে করতেই বিকেল হয়ে এলো ।
ইচ্ছে থাকলেই কি আর বিস্তারিত হওয়া যায় ?

খনিজ আসক্তি ছেড়ে পাহাড়িয়া তর্জনী ফুঁড়ে
এগিয়ে চলেছে রথ পর্যটকী পথে ।
আমি তো কুয়োতে পিছলে -পড়া চাঁদ তুলে
রাত্রি কপালে আয় আয় টিপ দিতে জানি ।
অথচ আমারই অর্ধেক বয়সী নৌকা
শত শত স্রোতের আগুনে পুড়ে
অভিজ্ঞ সেতু হয়ে গেলো !

সামর্থ্যহীন ইচ্ছে- হিমে মেঘের উপত্যকায়
বিস্তীর্ণ বৃষ্টি হওয়া যায় না ।
গুরু গুরু ধামারের ধান ভানতে ভানতে
তাই , লঘু প্রতিভার সুরে
দুরু দুরু ভাটিয়ালি ভাবনা ভাসাই ।

Exit mobile version