Site icon আলাপী মন

অণু গল্প- কালো সরকার

কালো সরকার
-সুবিনয় হালদার

 

 

আমাদের পাড়ার কেলোদা- মানে কালো সরকার, রূপে গুনে এমনই যে অদ্ভুত- অতুলনীয়, কিম্ভুত কিমাকার ! কখনো হাসেনা আর হাসলে পরেই তার দাঁতগুলো যা একটু সাদা পরিষ্কার মনে হয় ! ইদানীং কালে সেটাতেও মরচে-ধরেছে দেখছি ! সবাই সব জানা স্বত্বেও এমন ভান করে-, যেন সেই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি একেবারেই সাধুপুরুষ ! যা কিছু সব ভালো তিনিই তার একমাত্র অধিকারী ! এহেন কালো সরকার যৌবনে প্রেম রোগে আক্রান্ত হয় এবং অনেক কষ্ট-কসরতের পর তার পরিণয় শেষ হয় ! কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই তার সেই রোগের ছন্দপতন ! বিচ্ছিন্ন ভাঙা সংসারে কালো সরকার তার যৌবন,জৌলুশ পুনরুদ্ধারে প্রাণপাত করে চলে ! সেই সঙ্গে তার শ্যাওলা-পড়া দাঁত-বের-করাটা আজকাল মাত্রাতিরিক্ত ভাবে বেড়েছে এবং সাথে-সাথে হাত,পা,নখগুলো পূর্বের চেয়ে বেশী মাত্রায় সর্বদা এগিয়ে– ; সম্মুখে পড়ছে ! মনে হয় তিনি কোন এক অশনিসংকেতের আশঙ্কা পাচ্ছেন। তাই তার বাহ্যিক আর আভ্যন্তরীণ চরিত্র টালমাটাল ! মানে অভিনয় সঠিকভাবে ফুটিয়ে তুলতে হিমসিম খাচ্ছে ! যাইহোক, কথায় আছে-না- “শেষ ভালো যার সব ভালো তার”, আমরা সবাই প্রকৃতপক্ষে এই সংসার সমরাঙ্গনের রঙ্গমঞ্চে প্রাণপাত করে চলেছি নিরন্তর ! কেউ সফল কেউবা……! আশা করি কালো সরকার মানে আমাদের কেলো’দা, সসম্মানে মরচে পড়া দাঁত, নখ, হাত, পা-এর মেকআপ খুলে পরিষ্কার শুদ্ধ শরীরে তার ভয়ঙ্কর অভিনয়ের বেড়াজাল থেকে বেড়িয়ে এসে, কৃতি মানুষের পুরষ্কারটি গ্রহণ করবে- অসহায় দুস্থ মানুষের স্বার্থে !!

Exit mobile version