Site icon আলাপী মন

কবিতা- বয়সের ছায়াপথ

বয়সের ছায়াপথ
-প্রদীপ শর্ম্মা সরকার

 

 

বয়স্কেরা হারিয়ে গেলেও
জড়িয়ে আছেন বুকের ফাঁসে
দিব্যসুখে স্মিতহাস্যে ফোকলা মুখে।

দুইপাটি মাড়ির মাঝে
প্রাণপণে পিষতে থাকা পানের মন্ড ,
অতীত স্মৃতি আগলে রাখা পল–
পরিশেষে বীতশ্রদ্ধ উগড়ে দেওয়া
আদ্যিকালের চর্বিত চর্বণ।

বয়স্যেরা গোলাপ হাতে এগিয়ে এলেও
তারার দেশে হাসিমুখে ছায়াপথে বয়স্করা,
নবীন প্রাণের উনুন ঘিরে,
ইতিহাসের সোঁদা পাতার জল ঝরায়–
যদিও জানে,
উপাখ্যানের উঠোন জুড়ে
অবিশ্বাসের শিওলি।

Exit mobile version