Site icon আলাপী মন

কবিতা- মেকি

মেকি
-শচীদুলাল পাল

 

 

ঘুণধরা অবক্ষয় সমাজ
দিনদিন কলুষিত
নকলের ভারে বিশ্বাস আজ
লুপ্ত অন্তর্হিত।

তুমি আমার লাভার, তোমা
ছাড়া বাঁচবোনা
একই সংলাপ অনেককেই
বলে প্রতারণা।

পেয়ে বিয়ের প্রতিশ্রুতি
সহবাস সকাম,
গর্ভবতী হলে অস্বীকার
মেকি প্রেমের পরিণাম

বর ধনী উচ্চপদস্থ
ভেবে পিতার স্বস্তি
বরের ঘরে নববধূ
দেখে মিথ্যুক অতি।

কিনে জালি শংসাপত্র
ইস্কুলে মাষ্টারি,
পারেনা লিখতে বলতে কেউ
উচ্চ পদাধিকারী।

নিয়ে লক্ষ কোটি ব্যাঙ্ক লোন
পগারপার বিদেশে
আত্মসাৎ কর ফাঁকি থাকে
নিশ্চিন্ত আয়াশে।

পুত্র মেকি সেবা যত্ন
করে পিতার মন জয়।
করতলগত সম্পত্তি
টাকা বিষয় আশয়।

নিপীড়িত সর্বস্বান্ত
অসহায় নি:সম্বল,
ভিক্ষালব্ধ অন্নে কাটায়
পিতার আশ্রয় গাছতল।

আসল নকলে দেশ এখন
মিলে মিশে একাক্কার,
পাদপ্রদীপের তলায় নকলিরা
সাধ্য নাইকো ধরবার।

নামীদামি নার্সিংহোমের
ভিতর নকল ডাক্তার
ভুল চিকিৎসা নকল ওষুধ
রোগী মরে আকছার।

নকল টাকা নকল উকিল
নকল আপনজন
নকল বন্ধু, প্রতিবেশীর
দু:খে মেকি রোদন।

ছদ্মবেশে সি আইডি সিবি আই
ঘুসখোর জাল অফিসার।
খেয়ে কৃত্রিম খাদ্যদ্রব্য
আনে ডেকে কেনসার।

রেহাই পেলেও পেতে পারো
সর্পদংশন বিষে।
নিস্তার নাই নিত্য খাদ্যবিষ
শরীরে প্রবেশে।

বিষ যুক্ত কুট, বিস্কুট যোগে
ঢুকছে ভেজাল টী,
ব্রেকফাস্টে সস মাখা চাউমিন
বিষ মাখা পাউরুটি।

খেলে কার্বাইডে পক্ক
ফলাদি একান্তে,
সাথে কেন্সাররূপ জহরের
অনুপ্রবেশ অজান্তে।

বাজার থেকে কিনে আনা
শাক সবজিটি তাজা,
কীট নাশকে কীটহীন টাটকা
সুন্দরী তরতাজা।

মাটীমাখা আলুতে বিষ
রূপে আলামাটি
বিষ প্রয়োগে পরিপুষ্ট
হাইব্রিড আনাজপাতি।

মৎস দর্শনে মনে হয়
রূপ লাবন্যে তাজা,
ফরমেলিন গরল প্রয়োগে
সংরক্ষিতা তরতাজা।

মেকি সভ্যতায় ভোটযুদ্ধ
নামেই গনতন্ত্র।
খুন জখম কারচুপি আজও
দেশে রাজতন্ত্র।

মেকি সমাজে যাচ্ছে প্রেম
শিষ্ঠাচার রসাতল,
আজ নি:স্বার্থী সমাজসেবী
সজ্জন বড়োই বিরল।

Exit mobile version