কবিতা- প্রসঙ্গ যখন তুমি

প্রসঙ্গ যখন তুমি
-সমীর হালদার

 

 

প্রসঙ্গ যখন তুমি হও
অপ্রাসঙ্গিক হয়ে যায়
পার্থিব এই পৃথিবীর সব লেনদেন।
অমলিন উচ্ছাসে সংযমী মন বড় আবদারি হয়ে ওঠে।
মানসপটে ভেসে ওঠে
ইতিহাসের এক হলদে হয়ে যাওয়া পাতা,
নির্ভেজাল উল্লাসে ছুটে যাই
রাঙামাটির ধূলি-ধূসরিত কংসাবতীর দেশে
যেখানে ক্ষয়ে যাওয়া
বিবর্ণ কোন পাথরের ভাঁজে লেখা আছে
বিষন্ন কোন প্রেমের ইতিকথা।
আবার প্রসঙ্গ যখন বদলে যায়
মনে হয় এ যেন স্বপ্নভঙ্গের মেঘলা বিকেল
যেখানে শুধু দিগন্ত বিস্তৃত নীল আকাশের মিথ্যা আমন্ত্রণ
আর পরাজয়ের সুতীব্র গ্লানি।
হয়তো কিছুটা সত্যি হয়তো কিছুটা মিথ
বহুযুগের ওপার থেকে ভেসে আসা এ অপরূপ অনুভূতি আসলে
নিখাদ, নিরেট এক শূন্যতার
যেখানে তুমি মাঝে মাঝে
সুখ-দূ:খ আর আনন্দ-বেদনার প্রসঙ্গ হয়ে ওঠো।

Loading

Leave A Comment