শহর জুড়ে বৃষ্টি নেমেছিল
-পাপিয়া ঘোষ সিংহ
সেদিন শহর জুড়ে বৃষ্টি নেমেছিল,একটা নতুন গল্পের থিম নিয়ে
ঝিরিঝিরি বাতাস বয়ে গেল আগমনের বার্তা পৌঁছে দিয়ে,
ব্যস্ত মেঘের ক্ষণিক বিরতিতে-ঝলকে দেখা সোনালী রোদের ছটা,
নতুন রঙে রঙিন হয়েছিল বৃষ্টিস্নাত গরবীনি গাছটা।
পথের বাঁকে দাঁড়িয়েছিল মেয়ে অপেক্ষার অবসানের আশায়,
দোয়েল এসে গুনগুনিয়ে গেল হাজার বাতি’র আলোয় সাজলো হৃদয়।
বরষার মন কানায় কানায় ভরা,ডগমগো টলোটলো জলে,
রিমঝিমঝিম বাজছে অনর্গল,নীরবতা চলছে কথা বলে।
এরই মাঝে বিদ্যুতের ছটা,চোখে লাগে আলোর ঝলকানি
নিমেষে সরিয়ে দিয়ে গেল,মেঘে ঢাকা আঁধার ঘোমটাখানি।
ঐ দূরে বাজছে নতুন সুর,মেঘমল্লার তুললো যে তার তান,
দ্রিমিদ্রিমি মৃদঙ্গের তালে উঠলো বেজে ভালোবাসার গান।।