Site icon আলাপী মন

কবিতা- নষ্টনীড়

নষ্টনীড়
-সুবিনয় হালদার

 

 

চন্দ্রবিন্দু শুয়ে আছে আকাশগঙ্গা বুকে
সূয্যিমামা পাটে বসে-,
গালটি টিপে ফোকলা হাসি হাসছে শুধু
হুপেন কাশি কেশে !

রাস্তাঘাটে উঠছে ধ্বনি শেয়াল ডাকে ফাঁকে
বিষের বাঁশি নিশির থাবা-
চতুষ্পদের হর্ষ উল্লাস দৌরাত্ম্য চলছে চতুর্দিকে !
দ্বিপদের গন্ধ মেখে করছে সাবাড় নিঃশব্দে
বসছে চেপে দুরুদুরু বুকে ।

ব্যঞ্জনাতে বর্ণ খোঁজা স্বরভঙ্গে স্বর
সব পালাতে একই চরিত্র,
বাদ যায়না খাদ ভাঙছে গতির বাঁধ !
শেষ হয়না রক্তঝরা রাত ।

শব্দ কেবল বলে যাও পদের পরে পদ
কারক দিয়ে সমাস ভাঙে
আলোর দেখা ভার !
গ্রহণকালে ঘরে সবাই দিচ্ছে নাকেখত ।

ভাঙছে ওরা দেখছে কারা ভবিষ্যৎ
নিত্য জীবন গা ভাসিয়ে চলছে যারা
বুঝছে সবই শিরদাঁড়াহীন পরজীবী ;
ইতিহাসের পাতায় তারাই আসল নষ্টনীড় !

সভ্যের ফিকে ভব্যতায় হযরলব কিশলয়
সহজ পাঠ সব কেমন যেন
পাইনা খুঁজে বাল্যকালের সেই বর্ণপরিচয় ।

Exit mobile version