মানুষটি
-সুমিত মোদক
অভিমান গুলো সাজিয়ে সাজিয়ে রামধনু
এঁকে দিয়েছে আকাশের বুকে ;
নিজের বুকটা কখন যে মহাকাশ হয়ে গেছে
বুঝে উঠতে পারে নি
মহাপ্রস্থানের পথে হেঁটে যাওয়া মানুষটি ;
রাতের পর রাত জেগে শুনেছে
সন্তান হারা মায়ের কান্না ,
আতঙ্কে জেগে ওঠা শিশুর সংলাপ …
পলেস্তরা প্রতিনিয়ত খসে পড়ছে
সময়ের অলিন্দ থেকে ;
ভেঙে পড়ছে অলীক মানুষের মেরুদণ্ড ;
মানুষটি বাতাসে ছড়িয়ে দেয় আগমনী সুর ।