কবিতা

কবিতা- মহাকাব্যের খোঁজে

মহাকাব্যের খোঁজে
সুনির্মল বসু

 

 

মাঝে মাঝে ঝোড়ো হাওয়া এসে মানুষের সবকিছু ওলোট পালট করে দেয়,
মাঝে মাঝে বসন্তের বাতাস এসে মানুষের জীবনে খুশির স্রোত বইয়ে দেয়,
জীবন বড় অনিশ্চিত, জীবনে খুশির সময় টুকু বড় কম,
তবুও ক্ষমতার দম্ভ, ঈর্ষা ইত্যাদি সমূহ মানুষের জীবনে অকারণ অসুখ আনে,
সুখ নীলকন্ঠ পাখির মতো, এই আছে, এই নেই,
অথচ, প্রাত্যহিক স্মৃতির খাতায় একজন অদৃশ্য কবি জীবনের গল্প গাথা লেখেন,
নদীর ঢেউয়ের মতো জীবন বয়ে যায়, কান্না হাসির দোল দোলানো জীবন,
প্রকৃতি আনন্দের বেহাগ রচনা করে, আকাশ আলো নদী পর্বত ঘিরে কত তার উচ্চকিত আয়োজন,
জীবনের গভীর সত্যটিকে অনুভব করা খুব কঠিন,
আড়াইশোর উপর উপন্যাস লিখে মৃত্যুর আগে সমরেশ বসু বলেছিলেন,
জীবনটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না,
শেষ পর্যন্ত জীবন এক রহস্যময় দুর্গম পথ,
পথের শুরুটা হয়তো জানা যায়, শেষটুকু কখনোই নয়,
স্বার্থসংঘাত তো অনেক হলো,
পৃথিবীর কাছে ভালোবাসা শিখে নাও, একমাত্র ভালোবাসাই বেঁচে থাকার পরম সত্য তোমাকে একদিন ঠিক বুঝিয়ে দেবে,
মাঝে মাঝে ভালোবাসা এলে, এই পৃথিবীটা একদিন ঠিক কবি জন মিলিটনের প্যারাডাইস রিগেনড মহাকাব্য হয়ে যাবে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page