কবিতা- অধম

অধম
-সুবিনয় হালদার

 

 

লিখতে বসে অনেক কথা পরছে মনে আজ
পুরানো সেই দিনগুলো সব পাবোনা ফিরে আর !
চলে গেছে যে-সব সময় মনের মাঝে গাঁথা
হাতরে বেড়াই পাইনা খুঁজে খুঁজেই মরি সারা
এই অবেলায় ঝাপ্সা চোখে আবছা স্মৃতির ব্যথা !

এমনি করে দিন চলে যায়- মাস চলে যায়- বছর পালা করে
সূর্যাস্তের উল্টো দিকে নতুন প্রভাত আসবে বলে
অন্ধকার জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে আপন চাদর মুড়ে ।

আত্মশুদ্ধির পথ বেছেছি দু-এক কথা লিখে
সবাই দেখি উঠছে রেগে যে যার মতো করে,
একে-একে লুপ্ত প্রাণী বিলুপ্ত শ্রেণী তারা
সভ্য মানুষ বলছে কেবল তারাই নাকি সেরা ;
মনেমনে একটু ভেবে যেইনা পরলো ধরা
এই পৃথিবীতে সবাই উত্তম অধম শুধুই একা !

Loading

8 thoughts on “কবিতা- অধম

      1. খুব সুন্দর হয়েছে দাদা। আরো কিছু লেখা দেখতে চাই

Leave A Comment