Site icon আলাপী মন

কবিতা- পোষ্য স্তাবক

পোষ্য স্তাবক
-সুবিনয় হালদার

 

 

মরছে মানুষ কথার ফানুস স্তাবকতার ভীড়
সমাজ এগোচ্ছে পিছন ফিরে দ্রুতপদে
আদর্শ নাকি কথার কথা শিক্ষা সরীসৃপ !

অর্থ থাকলে পদ পাওয়া যায়
শব্দ করে বাক্য ওঠে হেসে ;
পথটা তাদের কঠিন যেন
নীতি আদর্শবান হলে ।

আজকে যারা হালুম-হুলুম করছে দিনে-রাতে
অন্যকে যারা বলছে কুকথা উল্টো-পাল্টা- ;
বাঘের বাচ্ছা বললে তারা গর্বে ফুলে ওঠে !

আমরা সবাই চাঁদ সূর্য তারা দেখি হাতে ভিক্ষাপাত্র ;
সভ্য দেশে ভদ্র সেজে ওরাই জেনো-
ভ্রান্ত ছবি রঙ মাখিয়ে সময় সময় বুনছে ফিনিক্স কাব্য !

তাই বলে যাই অশ্রু চোখে রক্ত ঝরা দেশে
আসল ভালো বুঝতে শেখো সত্য ইতিহাসে ।

Exit mobile version